গুরুদাসপুর প্রতিনিধি : চলনবিলের গুরুদাপসুর উপজেলাধীন রুহাই এলাকা থেকে কোমড়ে রশি বাঁধা পানিতে ভাসমান এক অজ্ঞাতনামা ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গত শুক্রবার বিকেলে চলনবিলের রুহাই গ্রামের পূর্বপাশের্^র আতরপুকুর নামক স্থানে ওই অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পানিতে ভাসতে দেখা যায়। খবর পেয়ে গুরুদাসপুর থানার এসআই মো. সাইফুল ইসলামসঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৭টার দিকে অকুস্থলে পৌঁছেভাসমান লাশটি উদ্ধার করেন। এব্যাপরে থানায় ইউডি মামলা রুজু করে ময়না তদন্তের জন্য শনিবার লাশটি নাটোর মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গলিত ও বিকৃত লাশের কোন নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি মো. সেলিম রেজা।
