রায়গঞ্জ প্রতিনিধি : খামারী হামদিুল হাসান পাঠান সওকাতের ফ্রিজিয়াম জাতের একটি ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ১১ লাখ টাকা। ঈদ-উল আযহাকে সামনে রেখে কোরবানীর পশুর হাট জমতে শুরু করেছে। বড় বড় গরুর পাইকাররা গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে খামারীদের নিকট থেকে গরু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী বগুড়া জেলার ধুনট উপজেলার রানডিলা পাঠানপাড়া গ্রামের গরু খামারী হামিদুল ইসলাম পাঠান (সওকত) এর একটি ফ্রিজিয়াম জাতের ষাঁড়ের দাম পাইকাররা হেকেছে ১১ লাখ টাকা। গরু খামারী সওকত পাঠানের সাথে কথা বললে তিনি জানান, গরুটির উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি, লম্বা ১০ফুট ৩ ইঞ্চি, গায়ের রং সাদাকালো, শিং ছোট, জাত ফ্রিজিয়াম। তাঁর ইচ্ছা গরুটি ১৫ লাখ টাকা হলে বিক্রি করবেন। কিন্তু এলাকায় ১১ লাখ টাকার উপরে দাম না ওঠায় গরুটি ঢাকার উত্তরা জিয়াবাড়ি খালপাড় গরুহাটে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।