আব্দুল কুদ্দুস তালুকদার : নতুন সভাপতির সৌজন্যে চলনবিল এলাকার রায়গঞ্জ উপজেলাধীন নিমগাছি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী- শিক্ষক- শিক্ষিকাগন পেল জল- কাদার বিরম্বনা থেকে মুক্তির পথ ইট বিছানো রাস্তা।
জানা যায়, স্কুল মাঠ নিচু হবার কারণে ও নিমগাছি বাজার তথা আশেপাশের গ্রাম সমূহের যুব শ্রেণির ফুটবল খেলার জন্য সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় মাঠে। এতে জল- কাদা পেরিয়ে শিক্ষক- শিক্ষার্থীগনকে ক্লাসে যেতে খুব কষ্ট করতে হয় এবং প্রায়ই তাদের জামা কাপড় নষ্ট হয়। সমস্যার সমাধানে স্কুল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও স্থানীয় সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন নিজস্ব তহবিল হতে মাঠের পাশ দিয়ে ইট বিছানো রাস্তা নির্মাণ করে দেন যাতে খেলার মাঠ নষ্ট না হয় এবং জল কাদার বিরম্বনা থেকে ছাত্র- শিক্ষকদের ভোগান্তির নিরসন হয়। উল্লেখ্য, সভাপতির দায়িত্ব পেয়েই তিনি প্রাথমিক পদক্ষেপ হিসেবে ও আন্তরিকতার নিদর্শন স্বরূপ জল-কাদা সমস্যা সমাধানের উদ্যোগ নেন।
