রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া’র অুনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিস্টি প্রমুখ। এসময় নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরীকে ফুলের মালা দিয়ে গণ অভিনন্দন জানান উপজেলার সর্ব সাধারণেরা ।
