ভ্রমন
সাইফুল ইসলাম
(অফিস সহায়ক, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ)
ভ্রমণ করতে বেরিয়ে গেলাম
অচেনা এক পথে,
না জিগায়ে চললাম পথ
নিজের জ্ঞান দিয়ে।
অবশেষে দেখলাম আমি
চলছি ভুল পথে,
জিজ্ঞেস করে পেলাম পথ
স্বস্তি এল প্রাণে।
নিজের জ্ঞানী হয় না সমাধান
অন্যের জ্ঞানও লাগে,
তবেই তো কাজ সফল হয়
মনে স্বস্তি মেলে।
ভ্রমন করতে যাও যখন
স্মরণ রাখবে তবে,
প্রয়োজনীয় জিনিস নিতে
যাবে নাকো ভুলে।
শুকনো খাবার সঙ্গে পানি
রাখবে ওষুধ কিছু,
পরিধানের বস্ত্র রাখবে
টাকা কড়ি কিছু।
দুর্গম বন গৃরি পর্বত
সর্ব উচ্চ পাহাড়ে,
যাবে না কখনো গভীর সমুদ্রে
ভ্রমন করতে সেখানে।
প্রানের ঝুঁকি আছে সেথায়
রাখবে তুমি স্মরণে,
ভ্রমনেতে খুশি মন
দুঃখও বেশ আছে
সতর্কতায় ভ্রমন করলে
সফলতাও আছে।