রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়–য়া গ্রামের নিজ বাড়ির পুকুরে সবার অজান্তে ২ শিশু পুকুরের পানিতে নামে। এসময় পুকুরের পানি থেকে আর উঠতে পারে না। এতে ঘটনাস্থলে তারা মারা যায়। নিহত দুই শিশু সেলিমের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাসেমের মেয়ে আয়শা মনি (৫) পানিতে ডুবে মারা যায়। পরে স্বজনার টের পেয়ে পানি থেকে তুলে দ্রুত রায়গঞ্জ সদর হাসপাতালে আনলে কর্মরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন। এঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এব্যাপারে থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের ময়না তদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।