রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বাজারে জায়গা দখলে চেষ্টায় বাউন্ডারী ওয়াল ভাংচুর করার ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সোনাখাড়া ইউপির নিমগাছী বাজারের নিমগাছী কলেজের কর্মচারী মো: ইদ্দিস আলী আকন্দ এর ক্রয়কৃত ৪ শতক জায়গার উপর অবস্থিত টিনসেড একটি দোকান ঘর দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছে। উক্ত জায়গায় একটি পুরাতন বাউন্ডারী ওয়াল তৈরি করা ছিলো। সোমবার সকাল ১১ টায় উক্ত জায়গা মালিকানা দাবী করে ওই জায়গা দখল নিতে আসে আলেপ সরকার গংরা এবং জায়গায় থাকা বাউন্ডারী ওয়াল আলেপ সরকারের লোকজন ভেঙ্গে ফেলে। এখবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপরোক্ত বিষয়টি সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ কে জানানো হলো তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে জায়গার মালিক ইদ্দিস আলী আকন্দ অভিযোগ তুলে বলেন, আমার জায়গা থাকা পাকা বাউন্ডারী ওয়াল ভাংচুর করেছে আলেপ সরকার ও তার লোকজন। তাই আমি রায়গঞ্জ থানায় আলেপ সরকার গংদের নামে একটি মামলা দায়ের করেছি। উক্ত বিষয়ে আলেপ সরকার এর সাথে কথা হলে তিনি বলেন, ওই জায়গা ওরা অবৈধ ভাবে ভোগদখল করছে। আমি মূল মালিকের ছেলের নিকট থেকে ক্রয় সূত্রে মালিক