আব্দুল কুদ্দুস তালুকদার – গত রবিবার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়সাগরের জন্য বিখ্যাত নিমগাছি বাজারে অগ্নিকান্ডে জয় দূর্গা মন্দির রোডের তালুকদার মার্কেটের ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পাশের আলেপ মার্কেটের মোবাইলের দোকানদার প্রত্যক্ষদর্শী সোহেল জানায়, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তালুকদার মার্কেটের লিটনের কবিরাজী মালামালের দোকান থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়ে দ্রুত পাশের দোকানগুলিতে। টিনের ঘরে তৈরী মার্কেটের দোকানগুলো বলা চলে চোখের সামনে আধা ঘন্টার মধ্যেই ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় বা প্রচন্ড তাপে কেউ কাছে ভীড়তে পারেনি। কোনো মালপত্রও কেউ বের করতে পারেনি দোকান হতে। খবর পেয়ে রায়গঞ্জ ও তাড়াশ থেকে দুই দল দমকল বাহিনী এসে আগুন নেভায়। যদিও তাড়াশের টিম কাজ করতে পারেনি মেশিনে সমস্যার কারনে। তার ধারনা, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত। মার্কেটের মালিক আবু সাইদ তালুকদার জানান, অগ্নিকান্ডে তার ভাড়াটিয়া ১৫ জন দোকানদারের প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। এছাড়া তার মার্কেটের ঘর পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সন্ধ্যার আগে থেকে ঝড় – বৃষ্টির কারনে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে যায় দোকানীরা। ফলে যখন অগ্নিকান্ডের সুত্রপাত তখন কেউই ছিলেন না ক্ষতিগ্রস্থগন আশেপাশে। আবু সাইদ তালুকদার আরও জানান – অগ্নিকান্ডে সবচেয়ে ক্ষতি হয়েছে লতিফের কসমেটিক্স, লিটনের কবিরাজী, জগাই এর স্বর্ন, আরিফের ইলেকট্রনিক্স, হাফিজুরের স্বর্ন, আদমের মোবাইল, হাসানের সেলুন, নিরঞ্জনের ইলেকট্রনিক্স, সদরের সেলুন, রাশিদুলের কারখানাসহ ওদের সন্নিহিত দোকানসমূহ। ক্ষতির শিকার দোকানদার লতিফ, আরিফ জানান – আগুন লাগার সংবাদ বাড়ীতে থাকাকালীন পান তারা। কিন্ত দ্রুত এসেও লাভ হয়নি। কারন, প্রচন্ড তাপে কাছেও যেতে পারেন নি দোকানের। এমন কি তাপে গ্যালারীর কাঁচও গলে যায়, যা পরে ছড়ানো – ছিটানো জমাট বাঁধা অবস্থায় পাওয়া যায় এদিক ওদিক।