গুরুদাসপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান মোল্লা, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোল্লা, ধারাবারিষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক জামাল হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মাদ আলী, আওয়ামীলীগ নেতা কাউন্সিলর ইকরামুল হক খোকন, পৌর যুবলীগের সহসভাপতি কামাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক স্বাধীন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সবুজ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পাকিস্তান, ইরান, সৌদি আরব, তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। তবে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা করা হচ্ছে কেন? এ অবমাননা সহ্য করব না। এ ব্যাপারে নেতাকর্মিদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা