ডাঃ আমজাদ হোসেন মিলন
বাংলাদেশ থেকে
ইন্দোনেশীয়া একটি অঙ্গরাজ্যে যেখানে একটি সাগরের কোল ঘেসে গড়ে উঠেছে ভাসমান বাজার। যে বাজারে ছোট ছোট ডিঙ্গি নৌকায় বিভিন্ন ফলমূল কাচাঁ শাকসবজি সাজিয়ে সারিবদ্ধ ভাবে ভেসে আছে, যার দোকান্দার হলেন একজন মহিলা। পর্দা করে বসে দোকান্দারি করছে, একনজর দেখলে বার বার দেখতে ইচ্ছে হয়। ক্রেতা সাধারন বিনা বাক্যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিয়ে যাচ্ছে। নিরিবিলি নিঃশব্দ আর সান্ত পরিবেশে কেনাকাটা করে তারা যেন শান্তি পায়, এমন একটি পরিবেশ সোনার বাংলায় দরকার, যার কোন নিরপত্বার প্রয়োজন হবে না,