লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দূর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটি বাস্তবায়নের দাবীসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু নির্যাতন, গুম, দখল, মন্দির ও প্রতিমা ভাংচুর এবং নাবালিকা অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তাড়াশ উপজেলা শাখা।
গত ১৮ সেপ্টেম্বর, শুক্রবার সকালে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তাড়াশ শাখার আহবায়ক শ্রী যতিশ চন্দ্র মাহাতো সভাপতিত্বে মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ন আহবায়ক দুলাল সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক সাধরাণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার মাহাতো, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক শ্রী রঞ্জন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোট বারুহাস ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী উত্তম দাস, হিন্দু মহাজোট দেশিগ্রাম ইউনিয়নের সভাপতি শ্রী দিলিপ রায়, সাধারণ সম্পাদক হিরোন উরাঁও, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন সন্যাসী, মাগুড়াবিনোদ ইউনিয়নের সভাপতি ডা: কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক ডা: উত্তম শীল, হিন্দু মহাজোট নওগাঁ ইউনিয়নের সভাপতি শ্রী সুনিল চন্দ্র, সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন বড়াইক প্রমূখ।