উল্লাপাড়া তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগার স্থাপন

Spread the love
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোকিত প্রজন্ম গড়তে শহর থেকে দূরে স্থাপন করা হলো তানভীর ইমাম মুক্তিযোদ্ধা পাঠাগার। উপজেলার সলপ ইউনিয়নের কৃষকগঞ্জে স্থাপন করা পাঠাগারটি গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ পাঠাগার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম, সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ। সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শওকাত ওসমান ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু’র একান্ত প্রচেষ্টা ও জোরালো উদ্যোগে পাঠাগারটি স্থাপন করা হয়।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সহ দেশের খ্যাতনামা লেখকদের মিলে ৫ শতাধিক বই নিয়ে পাঠাগারটি উদ্বোধন হয়েছে। জানা যায়, এটি গড়তে উদ্যোগী ভুমিকা নেওয়া দু’জন ইঞ্জিনিয়ার শওকাত ওসমান ও কাজী এহসানুল হাসান সন্টু বলেন, বই সংখ্যা আরো বাড়ানো হবে। আলোকিত প্রজন্ম গড়তে পাঠাগারটি স্থাপন করা হয়েছে। এখানে বসেই বই পড়ার সুযোগ সুবিধা থাকছে।
Attachments area
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD