আব্দুল কুদ্দুস তালুকদার
দাঙ্গা নয় হিংসা নয় নেই কোনো মারামারি
তবু দেখি বিশ্বজুড়ে কার্ফু হয়েছে জারি।
স্কুল কলেজ দোকান বাড়ী সব হয়েছে বন্ধ
বাতাসে ভাইরাস বইছে শুধু আতংকের গন্ধ।
পরাক্রম মানব জাতি মুখ ঢেকেছে মূখোসে
এই বুঝি গেল চলে প্রানটা এক নিমিষে।
বাঁচতে হলে বারে বারে হাতটা ধোয়া চাই
বিজ্ঞানীরাই বলছে আজ হতে সূচীবাই।
হাত রেখ না আর হাতে নিষেধ করমর্দন
নমস্কারেই জানাতে হবে এখন অভিবাদন।
নামছে শেয়ার পড়ছে টাকা বানিজ্য উঠেছে লাটে
যুদ্ধ লড়াই করতে গিয়ে টান পড়েছে গাঁটে।
ফোনে কান পাতলে পরে দিচ্ছে হাঁচি কাশি
অদৃশ্য দানব ভয়ে কাঁপছে বিশ্ববাসী।
জনমনে হিষ্টিরিয়া যেও নাকো আর ভীড়ে
রবির কথাই সত্যি হলো একলা চলো রে।
ঘুঁচে গেছে সব আস্ফালন শ্রেষ্ঠ হবার বড়াই
একা মানুষ লড়ছে আজি বেঁচে থাকার লড়াই।
আসবে কবে সুদিন ফিরে অপেক্ষা শুধূ তারই
শিক্ষা কী কিছু দিয়ে গেল করোনা মহামারী ?
জগত জুড়ে ত্রাস হয়ে এলো রোগ করোনা,
ঘর থেকে বের হয়ে এর কবলে পড়ো না ;
বেঘোরে প্রাণ দিয়ে যুক্তিহীন মরো না।
সদা সতর্ক থাকো সরকারী নিয়ম মেনে চলো
সুস্থ্য থেকো ভাল থেকো – দেখা হলেই বলো।।