রায়গঞ্জ প্রতিনিধি : রায়গঞ্জের ৬নং ধানগড়া ইউনিয়নের ঈদ উল আযহা উপলক্ষে বিতরণকৃত ভিজিএফ এর চাল ক্রয় করার অপরাধে ৬ ব্যবসায়ীর জব্দকৃত ৫ হাজার কেজি চাল নিলামে বিক্রি করা হয়েছে। গত বুধবার সকাল ১১টায় ধানগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব ও সহকারি কমিশনার (ভূমি) নূসরাত আজমেরী হকের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান। উল্লেখ্য, গত ১৮ আগস্ট তারিখে উল্লিখিত ইউনিয়ন পরিষদে বিতরণকৃত ভিজিএফ এর চাল উপকারভোগীদের নিকট থেকে ক্রয় করার অপরাধে ৬ ব্যবসায়ীর ১’শ বস্তায় মোট ৫ হাজার কেজি চাল রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব জব্দ করে ৬টি দোকান সিলগালা করেন।