রায়গঞ্জ প্রতিনিধি ঃ চলনবিলস্থ রায়গঞ্জে ‘অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ’ বিষয়ক ব্র্যাকের ইউনিয়ন কর্মশালা গত বুধবার উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহবুবুল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা মাঠ সংগঠক মোঃ সুজন হোসেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাইসুল হাসান। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইওএম)’র কারিগরি সহযোগিতায় ‘অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ’ বিষয়ে ব্কতব্য রাখেন ব্র্যাক আর এস সি ম্যানেজার মোঃ আঃ মাজেদ। এই প্রকল্পের অধীনে ব্র্যাক ক্ষতিগ্রস্থ ইউরোপ ফেরত অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক কাউন্সিলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রিকরণ সহায়তাসহ নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে কাজ করছে।
