রায়গঞ্জ প্রতিনিধি ঃ চলনবিলের রায়গঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে গত শনিবার সকাল ৯.৩০মিনিটে ধানগড়া নতুন চৌরাস্তা মোড়ে বিএনপি কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খাইরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল সভাপতি রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে জন্মদিনের কেক ও দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
