সিংড়া প্রতিনিধি : সিংড়ায় র্যাব-৫, সিপিসি-২ এর অভিযানে মাদক সংরক্ষণ, প্রকাশ্যে সেবন ও জুয়া খেলার অপরাধে সুকাশ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভোটাসহ ১৮ জন মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়ারুকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন, ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাসিস্ট্রেট বিপুল কুমার এর যৌথ নেতৃত্বে উপজেলার চৌগ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রয় প্রকাশ্যে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ১১ লিটার চোলাই মদ, ১০ সেট প্লেইং কার্ড ও নগদ চুয়ান্ন হাজার দশ টাকাসহ ১৮জনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাসিস্ট্রেট বিপুল কুমার এর আদালত। ভ্রাম্যমান আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীগণকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে।