সলঙ্গায় ধান কাটা শ্রমিকদের শরবত পানি বিতরণ

Spread the love
জি,এম স্বপ্না :
একের পর এক জারি হচ্ছে হোয়াট আ্যালার্ট।প্রচন্ড খরা,তীব্র গরম আর তাপ প্রবাহ থেকে কিছুটা পিপাসায় স্বস্থি দিতে মাঠে ধান কাটা শ্রমিকদের পাশে ঠান্ডা শরবত নিয়ে হাজির সিরাজগঞ্জের “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের সদস্যরা।গতকাল দুপুর ২ টায় সলঙ্গার দশানী পাড়া, গোজা এলাকার মাঠে গিয়ে ধানকাটা শ্রমিকদের সুপেয় পানি ও ঠান্ডা শরবত পান করানোর কাজে সলঙ্গার গল্প গ্রুপের এডমিন শিক্ষাবিদ হারুন অর রশিদকে সহযোগীতা করেন মডারেটর শাহিদুল ইসলাম,তুষার তালুকদার। ধান কাটা শ্রমিক সেকেন্দার আলী (৪৫),জমসের আলী (৫০),হানিফ সেখ (৩৮) জানান,পরিবার বাঁচানোর তাগিদে প্রচন্ড তাপদাহের মধ্যেও মাঠে কাজ করতে হয়। এই প্রচন্ড খরায় জীবন যাই যাই ভাব। মনে হয় প্রাণ ওষ্ঠাগত। রোদের মধ্যে ধান কাটতে খুবই কষ্ট হয়।শরিরের ঘাম ঝরিয়ে গলা শুকিয়ে যায়।আপনাদের এমন মহৎ উদ্যোগে আমরা ঠান্ডা শরবত পানি পান করতে পেরে গরমে খুবই শান্তিবোধ করলাম। অপর মাঠে ধান কাটা আরও কয়েকজন শ্রমিক জানান,প্রচন্ড গরমে ব্যাপক পিপাসা লাগছিল। লেবুর ঠান্ডা এই শরবত খেয়ে শরিরে স্বস্থি ফিরে এলো। “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চীপ এডমিন শাহ আলম মাস্টারের দিক নির্দেশনায় শরবত বিতরণকারী এডমিন হারুনর রশিদ জানান,বেশ কিছু দিন ধরে তাপ প্রবাহ চলছে। এমন আবহাওয়ায় মানুষ ও প্রাণীকুল কাহিল হয়ে পড়েছে। কাঠফাটা রোদে রাস্তায় বের হওয়া অনেকেই চরম পিপাসার্ত। তাই এমন দিনমজুর, শ্রমিক,রিক্সাচালক,যাত্রী,খেটে খাওয়া মেহনতি মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে চাই। তাদের কথা ভেবেই লেবু দিয়ে বরফ গলিত ঠান্ডা শরবত পানি বিনামুল্যে বিতরণই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD