ভাঙ্গুড়ায় ৭ দিনব্যাপি বইমেলা ও  সাংস্কৃতিক উৎসব শুরু

Spread the love

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শুরু হলো ৭ দিনব্যাপি ৩১ তম বইমেলা ও সাংস্কৃতিক উৎসব । গত রোববার (১৪ এপ্রিল)বিকেলে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মেলার উদ্বোধন করা হয়।স্থানীয় সংসদ সদস্য মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

সচেতন সাহিত্য-সংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আবু সাঈদ বাদশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার, ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজমুল হক ও জেলা পরিষদের সদস্য আসলাম আলী।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আফিয়া সুলতানা আঁখি প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় প্রতিদিন থাকছে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বইমেলায় প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নিচ্ছে।মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD