**বিজয়ের কবিতা**

Spread the love

**বিজয়ের কবিতা**
ডাঃ আমজাদ হোসেন

রক্ত ঝরা সংগ্রামের পর
                   আমরা পেয়েছি মহান বিজয়,
অর্জন করেছি মহান গৌরব
                 দৃপ্ত স্বাধীনতার উজ্জ্বল অভয়।
আমাদের জাতীয় ঐতিহ্যের সাথে
               মিশে আছে এই দিনের তাৎপর্য ,
আর তাই আনন্দ উল্লাসে আমরা
           পালন করি বিজয় স্মৃতি প্রতিপর্য।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
                     নেই কোন জাতি ভেদাভেদ,
রক্ত মাখা আচল তোমার
               মাগো তুমিই সেরা নেইতো ক্লেদ।
বিজয়ের প্রভাতী রক্তিম আভা
              আজও জেগে আছে নীলাকাশে,
কিন্তু সেই স্মৃতি আজ মলিন হয়ে
              মুছে গেছে সব হচ্ছে  ফ্যাকাশে।
কই সেই স্বাধীন বাংলা পতাকা
               পতপত করে নেহি ওরে আর,
যেন মিশে যাচ্ছে ধুলোয় সে বর্ণ
              হৃদয় দোলা দেয় না বারেবার।
স্বাধীন বাংলা স্বাধীন ভাষা
                তার বাস্তবতা  ছিল একদিন,
এখনতো আর নেই সে বাস্তবতা
             সবিপর নেই শান্তি সবই পরাধীন।
হায় বাংলার মানুষ ভাল নেই
             হায়নার থাবায় আজ ক্ষতবিক্ষত,
কোন কিছু নেই নিয়ন্ত্রণে আজ
          ক্রেতারা বাকঁ হারায়ে হচ্ছে মর্মাহত।             
জনগণ করছে হায়হায় রব
                  চিৎকার করেও নাই নিস্তার,
চালময়দা প্রতি কেজি ৭০ টাকা
                   রাত পোহালেই আরও বিস্তর।
কোন বিজয় অর্জন হয়েছে
                    এই সোনার বাংলার পরে,
সেই বিজয় আর এই বিজয়
              তফাত-বহু মানুষ না খেয়ে মরে।
  সারাদিন ভর গায়ে ঘামঝড়
              কৃষক শ্রমিক তাতী জেলে,
রিক্সা চালিয়ে দিনমজুর ভাই
             চালআটা কিন্তে  দীর্ঘশ্বাস ফেলে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD