ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পা বনার ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরানের পিতা ও পৌরসভার কলেজপাড়ার বাসিন্দা ওয়াজেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
গত শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। রাত পৌনে ৮ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।