তাড়াশে আগুনে পুড়িয়ে যাওয়া অসহায়দের পাশে দাড়ালেন এমপি আব্দুল আজিজ

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশের পৌর সদরে দাশপাড়ায় আগুনে পুড়িয়ে যাওয়া বাড়ী পরিদর্শন  করলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। শুক্রবার ১৬ জুন বিকাল সাড়ে ৫টায়  সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ দলীয় নেতা কর্মীদের নিয়ে হাজির হোন। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, শাড়ী, লুঙ্গি ও কম্বল বিতরন করেন।  সেই সাথে  দ্রুত সময়ে ঘর নির্মানের প্রতিশ্রুতিও দিয়েছেন।এসময় ক্ষতিগ্রস্থ স্কুল ও কলেজ পড়ুয়া লিটন ও নিরেনের ছেলে মেয়েদের বই পুস্তুক ক্রয়ের জন্য নগদ অর্থ দেন। সেই সাথে সবাইকে ধর্য্য ধারন করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামন মনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি-এ্যাডঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক মাসুদ, মোঃ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, সগুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ্ হেল বাকী, সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সুলতান মাহমুদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংঠনের নেতা কর্মীরা।গত মঙ্গলবার (১৩জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর সদরের দাশপাড়া মহল্লায় অগ্নিকান্ডে  স্বপন, চৈতন্য, লিটন, নিরেন, উজ্জল ও তাপসী রানীর ঘর আগুন লেগে মুর্হুতের মধ্যে তাদের বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকাসহ ১৫লাখ টাকার মালামাল পুড়ে যায়। পোড়নের পোশাক ছাড়া তাদের কিছুই ছিল না। গত তিন দিনে ওই পরিবারগুলো প্রতিবেশীদের বাড়ীতে আশ্রয় নিয়েছেন।ঘটনার পর পরই ওই দিন বিকালে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আব্দুল আজিজ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, চিনি, তেল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD