গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘন্টা পর ইমান আলীর (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিট।
শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজিপুর গ্রামের আত্রই নদীর শাখা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইমান আলী উপজেলা পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার মৃত খয়ের মোল্লার ছেলে।
উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকায় শশুড় বাড়িতে যাওয়ার সময় আত্রাই নদীর শাখা নদীতে নৌকা না পেয়ে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় ইমান আলী।
গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টা হতে রাত ৮টা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয় এবং শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করে ডুবুরি ইউনিট। সকাল ১১টার দিকে নিখোঁজ হওয়ার জায়গা থেকে ২ কিলোমিটার দুরে খুবজিপুর এলাকায় ইমান আলীর মরদেহ ভেসে উঠে। এসময় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।