আবুল কালাম আজাদ: নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে নতুন কোন করারোপ না করেই ৩৪ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৫৪২ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মোঃ শাহ্নেওয়াজ আলী।
পৌর মিলনায়তনে ২৯ জুন বুধবার সকাল ১০ টায় আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে আগামী ২০২২-২৩ অর্থ বছরে মোট আয়( রাজস্ব+ উন্নয়ন) ৩৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৮৪১ টাকা ৪০ পয়সা এর মধ্যে অর্থ বছরে আগত ( রাজস্ব+ উন্নয়ন) ১ কোটি ৭ লাখ ৪১ হাজার ২৯৯ দশমিক ৪০ টাকা ব্যতিত সর্বমোট ৩৪ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৫৪২ টাকার বাজেট পেশ করা হয়। উপস্থাপিত বাজেটে রাজস্ব আয় (আগত সহ) আয় ৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭৭৮ দশমিক ৪০ টাকা , ৮ কাটি ৩২ লাখ ৪ হাজার ১৩৬ টাকা ব্যয়,গুরুদাসপুর ৩১ লাখ ৫০ হাজার ৬৪২ দশমিক ৪০ টাকা রাজস্ব স্থিতি এবং উন্নয়ন খাতে ( আগতসহ) ২৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ৬৩ টাকা আয় ও সমপরিমান ব্যয় এবং স্থিতি শূণ্য ধরা হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য হলো ,পৌর কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের নিমিত্তে ৩ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে-যা প্রশংসনীয়। এছাড়া গুরুত্বপুর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১৫ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।
বাজেট বক্তৃতায় বিভিন্ন প্রশ্নোত্তরে মেয়রমেয়র শাহ্নেওয়াজ আলী বলেন, সড়কগুলো পূনঃ নির্মাণ ও মেরামতএবং জরুরীভাবে পানি ও পয়ঃ নিষ্কাষনের জয় ড্রেন নির্মাণ করা হবে। সেই সাথে পৌরসভার অলিগলির প্রতিটি পয়েন্টে সড়কবাতি সম্প্রসারণ করার পাশাপাশি দোকান-পাট, আবাসিক ভবন ও জনগনের নিরাপত্তাবিধানে পৌর সভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে বৃক্ষরোপণ, মশক নিধন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন, উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকেও বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়ছে বলে মেয়র শাহনেওয়াজ আলী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, হিসাব রক্ষণ কর্মকর্তা আ.আ.ম সাঈদ শাহরিয়ার আব্বাসী ও আওয়ামীলীগ নেতা মো. আব্দুল বারী প্রমূখ বক্তব্য রাখেন। সবশেষে করতালির মাধ্যমে উপস্থাপিত ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট পাশ হয় ।