তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও ৭দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ ।
তাড়াশ ইউএনও মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার ওই অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি ) লায়লা জান্নাতুল ফেরদৌস , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামাদ খন্দকার , ওসি মোঃ ফজলে আশিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম প্রমূখ।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যপক ডাঃ মোঃ আব্দুল আজিজ অন্যান অতিথিদের নিয়ে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলায় স্টল গুলো ঘুরে দেখেন । এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াশ উপজেলার উদ্দ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ । বক্তব্য রাখেন আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।