পোকার আক্রমণ সচেতনতায় লিফলেট ও মাইকিং

Spread the love

চলনবিল প্রতিনিধি :
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে সচেতনতার জন্য কীটনাশক স্প্রে করতে মাইকিং ও লিফলেট বিতরণ করছে ।
তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২২ হাজার ৩’শ ১৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। তাড়াশ উপজেলায় হঠাৎ বোরো ক্ষেতে দ্রত কারেন্ট পোকার আক্রমণ রোগ ছড়িয়ে পড়ায় মাঠের পর মাঠের ধানের পাতা ও শীষ মরে যাচ্ছে । ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে কাচা ও পাকা ধান মরে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
তাড়াশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের পরামর্শ ও সচেতনতায় ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায় ও বাজার এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে ।
কৃষকরা জানান, পোকা লাগার পরে পরামর্শ অনুযায়ী কীটনাশক দিয়ে তেমন কাজ হচ্ছে না । পোকার ব্যাপক আক্রমণ হওয়ায় অনেক কৃষক আধা পাকা ধান কাটছেন । এদিকে উপজেলার মাগুড়া ইউনিয়নের দোবিলা গ্রামের রাস্তায় মাইকিং শুনে অনেক কৃষকদের তোপের মুখে পড়েছেন কৃষি কর্মকর্তারা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর জানান উপজেলা ৮টি ইউনিয়নের প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত মাইকিং ও কৃষকদের লিফলেট প্রদান করা হচ্ছে ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD