রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে সরাইদয় গ্রামের মসজিদ যাওয়ার রাস্তা বন্ধ করায় রায়গঞ্জ থানায় সরাইদয় গ্রামের মসজিদ কমিটির সভাপতি মো: বেলাল হোসেন বাদী ৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর থানায় লিখিত অভিযোগ দায়ের পর থেকে ও নানা রকম হুমকী দামকী সহ সাজানো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে আসামী পক্ষের লোকজন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদয় গ্রামের পুরাতন জামে মসজিদে দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লীরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন। আর মসজিদে চলাচল করার জন্য একমাত্র পথ হলো নির্মানাধিন বাশেঁর সাকো। আর বাশেঁর সাকো দিয়ে চলাচল করে আসছে স্থানীয় মুসুল্লীরা। এদিকে নামিক আসামীরা গত ২০ এপ্রিল ২০২১ইং তারিখে বাশেঁর সাকোটি ভেঙ্গে দেয়। এতে মসজিদে চলাচল বাধাগস্থ্য হয় স্থানীয় মুসুল্লীরা। বন্ধ হয়ে মসজিদে যাওয়া। এনিয়ে একই গ্রামের মৃত: পলান শেখের ছেলে হাফিজুল ইসলামের সাথে মসজিদ কমিটির সভাপতি বেলাল হোসেনের সাকোঁ ভাঙ্গা নিয়ে কথা কাটি হলে হাফিজুল ইসলাম গংদের লোকজন মসজিদ কমিটির সভাপতি বেলাল হোসেনকে গালিগালাজ সহ মারপিট করার হুমকী দেয়। এসময় স্থানীয় লোকজন এসে উভয়কে শান্ত করে দেয়। বর্তমানে ওই মসজিদের রাস্তা বন্ধ করে দেয়ায় মুসুল্লীরা মসজিদে চলাচল করতে পারছে না। অপরদিকে মসজিদ কমিটি সভাপতি কোন উপান্ত না পেয়ে ওইদিন রাতেই রায়গঞ্জ থানায় মসজিদ কমিটির সভাপতি মো: বেলাল হোসেন বাদী ৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের আসামীরা হলো: সরাইদয় গ্রামের পলান শেখে ছেলে হাফিজুল ইসলাম, মৃত রহমতুল্লাহ ছেলে শাজাহান আলী ও আজিজল শেখ, শাজাহান আলীর ছেলে বিশা শেখ ও হবিবর রহমান, আজিজল শেখের ছেলে হেলাল উদ্দন, ও মৃত শুকুর আলীর ছেলে ফেরদৌস আলী প্রমূখ। অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উক্ত অভিযোগের ব্যাপারে মুঠোফেনে জানতে চাইলে-রায়গঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন-এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।#