রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায়। শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন দপ্তরে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেন। পরে হলরুম মত বিনিময় করেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইহসান তৌহিদ। এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সিভিল সার্জন রামপদ রায়, এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রহিমা আকতার শারমিন, ডাঃ আশফাকুর রহমান, ডাঃ বেলাল হোসেন, ডাঃ দেবপ্রিয় দাস, ডাঃ জনি, ডাঃ জৌতি, ডাঃ মাহবুবুর, ডাঃ আমিরুল ইসলাম, ডা: চন্দন কুমার সরকার, ফার্মাসিস্ট নায়েব আলী, মোঃ শামসুদ্দিন ইসলাম প্রমুখ।