লুৎফর রহমান :
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথ ভাবে পালিত হয়েছে।
মহামারী করোনার মধ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ১’শ ১০ জন অসহায় দুঃস্থ অপুষ্টি মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জামাল মিঞা শোভন, তাড়াশ হাসপাতালের আবাসিক ডাঃ আমিনুল ইসলাম সোহেল, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মোক্তার হোসেন, আব্দুল কুদ্দুস সরকার, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল কফবর লিমন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অপুষ্টি মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করেন। পুষ্টি খাদ্য তালিকায় ছিল আলু ৫ কেজি, উন্নত চাউল ৫ কেজি, ডাল ৫’শ গ্রাম, লবন ১ কেজি,ছোলা ৫’শ গ্রাম ও সয়াবিন তেল আধা লিটার।