বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩ কেজি ৮ গ্রাম গাঁজাসহ মো: জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গত বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি খামারপাড়া নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জহুরুল ইসলাম মৃত আকবর আলীর ছেলে।বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।