এম এ মাজিদ: খাদ্য শস্য ভান্ডার খ্যাত তাড়াশের দিগন্তজোড়া মাঠ জুড়ে এখুন সবুজের সমারোহ। তাড়াশ উপজেলার প্রত্যন্ত মাঠের যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। বোরো ধান সময়মত ভাল ভাবে রোপন করতে পেরে কৃষক স্বস্তিতে আছেন। ধান ঘরে তোলা পর্যন্ত কোন প্রকার দূর্যোগ না হলে বাম্পার ফলনের আশায় আছেন কৃষক। তাড়াশের মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। কৃষক ধান পরির্চযায় এখুন ব্যস্ত সময় পার করছে। তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২২ হাজার ৬’শ ৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ২২ হাজার ৩’শ ১৫ হেক্টর। লক্ষ মাত্রার চেয়ে ৩’শ ৪৫ হেক্টর জমিতে কম চাষ হয়েছে। যা গত মৌসুমের চেয়েও অনেক কম জমিতে বোরো চাষ হয়েছে। এজন্য অপরিকল্পিত ভাবে ফসলি জমি নষ্ট করে পুকুর খননকেই দায়ী করছে উপজেলা কৃষি অধিদপ্তর। এদিকে উপজেলার ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল ও সার পাওয়ায় কৃষকরা নিশ্চিন্তে বোরো আবাদ করছেন। সিরাজগঞ্জ জেলায় খাদ্য উৎপাদনে অন্যতম উপজেলার মধ্যে রয়েছে তাড়াশ উপজেলা।