এতই নিষ্ঠুর দেশ কি ডিজিটাল বাংলাদেশ ! আবদুর রাজ্জাক রাজু

Spread the love

এ দেশে রাজনীতি কবেই গেছে রসাতলে
নির্বাচন গেছে নিয়ন্ত্রণে – ভোট গেছে নির্বাসনে
এমনকি স্বপ্নের গণতন্ত্র গেছে একেবারে তলানিতে।
[

এখন যদি মুক্ত চিন্তা আর স্বতস্ফুর্ত মত প্রকাশের সুযোগ
বাক ও ব্যক্তি স্বাধীনতা-কথা বলার মৌলিক অধিকার
অবাধ ভাবনা-গবেষণা ও লেখা চর্চ্চার অবারিত পথ
গণমাধ্যমের সত্যকার চেতনা, স্বাধীনতা
এসবও যদি রুদ্ধ হয়ে যায় –
পক্ষান্তরে ডিজিটাল নিরাপত্তার নামে
শনির খড়গ ঝুলে থাকে সদা মাথার উপর
শত শত কারাবন্দী – কারো বা মৃত্যু হয়
তাহলে এই দেশে আর থাকলোটা কী
তবে তো এটা বিবর্ণ চেহারার একটি দেশ ।

পাকিস্তানীদের হটিয়ে দেশ
স্বাধীন করার এই কি বিনিময়
এই কি প্রতিফল – পুরুস্কার যা ইদানিং
উপনিবেশিক দমন-পীড়নকেও ছাড়িয়ে যায়।

এজন্যই কি আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্ত ত্যাগ
এবং দু’ লক্ষ মা-বোনের সম্ভ্রম বিসর্জন
এ প্রশ্ন আজ সবার হৃদয়ে-মননে সর্বক্ষণ
এতই নিষ্ঠুর দেশ কি ডিজিটাল বাংলাদেশ !

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD