আব্দুল কুদ্দুস তালুকদার – বগুড়া লেখক চক্রের সাধারন সম্পাদিকা কবি কামরুন্নাহার কূহেলীর জন্মদিন উপলক্ষ্যে ২ দিন ব্যাপী জন্ম উৎসবের অংশ হিসাবে কবিতা ভ্রমনের এক পর্যায়ে গত শুক্রবার দুপুর বারটায় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর হল রুমে স্থানীয় কবি সাহিত্যিকগনের সাথে এক মতবিনিময় সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয় সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট লেখক ও বহু গ্রন্থ প্রণেতা আলহাজ্ব এম রহমত উল্লার সভাপতিত্বে। এতে সংক্ষিপ্ত আলোচনায় বগুড়া লেখক চক্রের ১৫ সদস্যের তাড়াশে শুভাগমনরত টিমকে স্বাগত জানিয়ে সুলিখিত বক্তব্য রাখেন সাপ্তাহিক চলন বিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন এবং কবিতা আবৃত্তি করেন প্রবীণ কবি সৈয়দ সাইদুর রহমান, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, কবি কামরুন্নাহার কূহেলী, ধানঘড়া সরকারী নুরুন্নাহার তর্কবাগীশ কলেজের প্রফেসর ও বিশিষ্ট গবেষক এস এম আনিসুর রহমান, কবি বাদল শাহ্ , কবি ডালিম রায়, কবি মামুনুর রশীদ, সাংবাদিক সুজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন বগুড়া লেখক চক্রের যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক হাদিউল হৃদয়। উল্লেখ্য, কবি কামরুন্নাাহার কূহেলীর জন্মদিন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী কবিতা ভ্রমনের অংশ হিসাবে বগুড়া লেখক চক্রের ১৫ সদস্যের একটি দল তাড়াশের বিনসারার বেহুলার বাপের ভিটা ও জীয়ন কূপ, বস্তলের আজব বটবৃক্ষ, নিমগাছির জয়সাগরসহ চলন বিলের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনের উদ্দ্যেশ্যে আসেন। দলে আরও কবি লেখকদের মাঝে ছিলেন নয়ন আহাদ, আব্দুল মতিন, ওমর ফারুক, সাফওয়াত আমিন, নুর কুতুবুল আলম, হিরন্য হারুন, আরিফ হাসানসহ অন্যরা।