cof_soft

সিংড়া ও গুরুদাসপুর পৌরসভার বাজেট ঘোষণা

Spread the love

সিংড়া ও গুরুদাসপুর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে গত বুধবার দুপুর ১২ টায় পৌর কনফারেন্স রুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, সিংড়া পৌরসভার সচিব আব্দুল মতিন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ১৪১ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৯১লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। বাজেটে স্থিতি ধরা হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৬৪১ টাকা।
অপরদিকে নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ২০ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার বেলা আড়াইটায় পৌরসভা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ওই বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। প্রস্তাবিত বাজেটে আগত মোট রাজস্ব ও উন্নয়ন খাতে ৪১ লাখ ৪৭ হাজার ৮৮০ টাকা দেখানো হয়েছে। আগতসহ রাজস্ব আয় দেখানো হয়েছে ৫ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৩৪০ টাকা ২০ পয়সা, রাজস্ব স্থিতি দেখানো হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৫৪ টাকা ২০ পয়সা। আগতসহ উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৫৪০ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয়ও দেখানো হয়েছে ১৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৫৪০ টাকা এবং উন্নয়ন খাতে স্থিতি রাখা হয়েছে শূণ্য। বাজেটে আর্থসামাজিক উন্নয়নসহ শিক্ষা ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে বক্তারা ওই বাজেটকে গরিবি বাজেট বলে আখ্যায়িত করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD