শিশুরা চালাচ্ছে গাড়ি – বাড়ছে দুর্ঘটনা

Spread the love

ফারুক আহমেদঃ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন করলেও সিরাজগঞ্জের সলঙ্গাতে ফিটনেসবিহীন বাস, ট্রাক, হিউম্যানহলার,অটোরিকশা, লেগুনা, বাইক, ট্রলি, সিত্রনজিসহ বিভিন্ন যানবাহন চালকরা ড্রাইভিং লাইসেন্স ছাড়া অনেকেই গাড়ি চালাচ্ছে। ত্রসব পরিবহনেরও নেই ফিটনেস কাগজপত্র। ত্র ছাড়া ত্রসব পরিবহনের অধিকাংশ চালকই শিশু- কিশোর। তাদের শেল্টার দিচ্ছে ত্রক দল শ্রমিক সমিতির চাঁদাবাজ সন্ত্রাসী। উপজেলা চেয়ারম্যান, ত্রমপি, ও মন্ত্রীর ত্রমনকি দলের নাম ভাঙ্গিয়ে চলেন তারা। গত রবিবার বিকেলে সলঙ্গার বিশ্বরোডসহ বিভিন্ন সড়ক- মহাসড়ক ঘুরে সরেজমিনে দেখা গেছে, পরিবহনের চালকরা বেশিরভাগই ১৫-১৭ বছরের শিশু- কিশোর। তারা হেলপার থেকে ত্রখন গাড়ি চালক। নেই তাদের ড্রাইভিং লাইসেন্স। ত্রসব চালককে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে দেখা গেছে। অদক্ষ চালকের কারণে সিরাজগঞ্জ সলঙ্গাতে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। পুলিশের তথ্যমতে ত্রই কয়েক মাসে বেশ কয়েকটা নাম পরিচয় জানা ও অজানা ব্যক্তিকে সড়কে প্রাণ দিতে হয়েছে। ত্রছাড়া পংগু হয়ে জীবন- যাপন করছে অনেকেই। ত্রতে ত্রলাকাবাসি কোন কোন জায়গায় আন্দোলনের ডাক দিলেও পরে তা থেমে যায়। ত্রছাড়া দুইটি মাটির ট্রাক পাল্লা দিয়ে বেপরোয়া গাড়ি চালানোর কারণে দু গাড়ির চাপাঁয় অল্পের জন্য বেচে যায় দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক চলনবিলবার্তা পত্রিকার সাংবাদিক মোঃ ফারুক আহমেদ রাতের ঘুম হারাম করে দিয়েছে, মাটির ট্রাক ও মুরগির পরিবহন। ত্রদিকে সলঙ্গা আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব সাকাওয়াত হোসেন মাষ্টার বলেন,সলঙ্গার হাট, তাড়াশ গুল্টার হাট, সিরাজগঞ্জ শহরসহ বিভিন্ন শহরসমুহ ত্রমনকি দৈন্দদিন আমি আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা যাতায়াত করি। ত্রসব রুটে যে সব পরিবহন চলাচল করে তাতে ত্রসব পরিবহনের চালকদের বয়স ১৫ -১৭ বছর। তাদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। সিরাজগঞ্জ সলঙ্গার সড়কের গাড়ি চালানোর রোড পরমিট নেই তাদের বেপরোয়াভাবে গাড়ি চালায় তারা। ত্র রুটে প্রতিনিয়ত দুঘর্টনা ঘটেই চলছে। ত্র অবস্থার নেই কোনো প্রতিকার।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD