সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ফালগুণি হাওয়ায় থোকায় থোকায় দুলছে আমের মুকুল। আম গাছের কচি ডগা ভেদ করে সবুজ পাতার ফাঁকে হলদেটে মুকুল গুচ্ছ যেন উকি দিয়ে হাসছে। বাগানের সুনসান নীরবতা চিরে একটানা গান শোনাচ্ছে মৌমাছি। মুকুলের ম ম গন্ধ মানুষর মন ও প্রানকে বিমোহিত করে তুলেছে। আমের মুুকুলে কৃষকের আগামীর স্বপ্ন দোল খাচ্ছে। সেই সোনালি স্বপ্নকে বুকে ধারণ করেই আম গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজশাহী, চাপাই এলাকার মত আমের বাগান না থাকলেও সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের প্রতিটি বাড়ীতে আমের গাছ লক্ষ্য করা গেছে। প্রতিটি বাড়ীর আম গাছে যেন থোকায় থোকায় আমের মুকুল ফুটে আছে। এবার শীতের তীব্রতা কম থাকায় আম গাছে মুকুল এসেছে অনেকটাই। গত কয়েক দিনের হালকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে এক দিকে যেমন আমের মুকুলের আংশিক ক্ষতি হয়েছে, অপরদিকে বৃষ্টির কারনে আমের গুটি ঝরে পরা থেকে রোধ হয়েছে। চৈত্রহাটি গ্রামের কৃষক ফয়সাল জানান, আমাদের সলঙ্গায় এমন আমের বাগান না থাকলেও বাড়ীতে বাড়ীতে যে আমের গাছ আছে, তাতেই আমাদের ভালো ফলন হয় এবং চাহিদা মিটিয়ে হাট বাজারে বিক্রি করতে পারি। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা জানান, এ বছর আমের উৎপাদন ভালো হবে। কারন এ বছর আমের মুকুল ধরার সময় প্রাকৃতিক কোন দুর্যোগ এখন পর্যন্ত হয়নি। তাই কৃষকরা ভালো ফলনের আশাবাদী।
