গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পৌর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দীন স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক তমিজুর রহমান (৭৫) চলে গেলেন না ফেরার দেশে।গত রোববার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গণিতের উড়োজাহাজ নামে খ্যাত শিক্ষক তমিজুর রহমান কিডনী ও ডায়বেটিস রোগে ভুগছিলেন বলে তাঁর বড় ছেলে আতিকুর রহমান সোহেল জানান। তিনি গুরুদাসপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বামনকোলা গ্রামে তার নিজ বাড়ি। উল্লেখ্য, মরহুম তমিজুর রহমান স্বাধীনতার পর কিছুকাল তাড়াশ পাইলট হাইস্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
