তাড়াশে আলু মানবের সন্ধান সরকারীভাবে পরীক্ষার আবেদন

Spread the love

ফারুক আহমেদ : তাড়াশের মোঃ আব্দুল জলিল (৬৫) নামের ত্রকজন আলু মানবের সন্ধান পাওয়া গেছে। তাড়াশের আব্দুল জলিলের দুই হাত – পাসহ সমস্ত শরীরে আলুর মতো গুটি গুটি সৃষ্টি হয়েছে। ১৩ বছর বয়সের পর থেকে দুই-ত্রকটা করে সাড়া শরীরে আলুর মতো গুটি গুটি সৃষ্টি হতে থাকে। তাড়াশের আব্দুল জলিলের ৪০ বছর যাবৎ সে তার জটিল ত্ররোগে ভুগছেন। অনেক ডাক্তার, কবিরাজ দেখানোর পরও কোন প্রতিকার না পাওয়ায় চিকিৎসার আশা ছেড়ে দিয়েছেন আব্দুল জলিল মিয়ার পরিবারের লোকজন। জানা গেছে, তাড়াশ থানার মধুরাপুর গ্রামের মৃত মকরম আলী (প্রামানিক) ত্রর ছেলে ১৩ বছরের সময় থেকে দুই ত্রকটা শরীরে ছোট বড় আলুর মত গুটি গুটি দেখা দেয়। যা স্থানীয় অনেক ডাক্তার ত্রবং কবিরাজকে দেখানো হয়েছে। কিন্তু ত্ররোগের কোন প্রতিকার না পেয়ে বরং গুটি গুটি বস্তুগুলো ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে ত্রবং আলুর মতো আকার ধারণ করে। বর্তমানে শরীরের ত্রমন কোন স্থান নাই যেখানে ত্রধরনের গুটি নাই। ত্রব্যাপারে আব্দুল জলিল জানান, আমার ১৩ বছর বয়স থেকে শরীরে গুটি গুটি দানা সৃষ্টি হয়েছে। যা ত্রখন শরীরের সমস্ত জায়গা জুড়ে নিয়েছে। আব্দুল জলিল বলেন,আমি গরীব বলে ভাল কোন চিকিৎসা নিতে পারি নাই। তারপরও তখন তেমন কোন ভাল ডাক্তার ছিল না ।তাছাড়া ওই সময় উন্নত চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য ছিলনা। ফলে স্থানীয় কবিরাজের শরাণাপন্ন হই। ত্রতে রোগ নিরাময় না হয়ে আরো বাড়তে থাকে। ত্ররোগে গত ৫৭ বছর যাবৎ ভূগছি। ত্রখন আমি চিকিৎসার আশা ছেড়েই দিয়েছি। তবে সমাজের কোন সদয় বিত্তশালী ব্যক্তি যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়া দেন। অথবা দেশবরেণ্য চিকিৎসকেরা ত্রকটু আমার প্রতি সহানুভূতিশিল হন তাহলে হয়তো আমার ত্রই রোগ নিরাময় হলে হতেও পারে। আমার যোগাযোগের ঠিকানা -০১৭২৯-১৮৮০১৭ । ত্রধরনের গুটি শরীরে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে সে প্রসঙ্গে তিনি বলেন, গরমের সময় শরীরে কোন কাপড় রাখা যায় না খালি শরীরে ভাল লাগে । শীতকালে হালকা কাপড় ব্যবহার করা গেলেও খালি রোদে থাকতে ভাল লাগে। ত্রমন রোগ প্রসঙ্গে রোগীকে না দেখে কোন মন্তব্য করতে রাজি হননি তাড়াশ উপজেলার মেডিকেল অফিসার। জলিলের ধারনা, সরকারীভাবে তার এ রোগটি নির্ণয় বা পরীক্ষা করা গেলে তা প্রকৃতপক্ষে সনাক্ত হতে ও চিকিৎসা মিলতে পারে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD