বাঁশের সাঁকো ২০ হাজার মানুষের একমাত্র ভরসা

Spread the love

জাহাঙ্গীর আলম, চাটমোহর : পাবনার চাটমোহরে একটি ব্রিজের অভাবে কাটা নদীর দুই পাড়ের দুই ইউনিয়নের ২০ হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। বাঁশের সাঁকো এ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র ভরসা। বাঁশের চারাটের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে শত শত মানুষকে। মাত্র ২ কিলোমিটারের পথ যেতে গ্রামবাসীদের ঘুরতে হচ্ছে ১৫ কিলোমিটার দূরত্ব। এতে অর্থ ও সময় দুই-ই নষ্ট হওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ওইসব গ্রামবাসীকে। এলাকাবাসী নিজেরাই বাঁশ-বাতার সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছে নদীতে।
স্থানীয়রা জানায়, উপজেলার ছাইকোলা ও হান্ডিয়াল ইউনিয়নের মধ্য যোগাযোগ স্থাপনকারী সড়কের মাঝে হান্ডিয়ালের কাটা নদীতে সংযোগ সেতু না থাকায় নদীর পশ্চিম পাড়ের ছাইকোলা ইউনিয়ন ও পূর্ব পাড়ের হান্ডিয়াল ইউনিয়নের মধ্যে মাত্র দুই কিলোমিটারের পথ পাড়ি দিতে হচ্ছে ১৫ কিলোমিটার ঘুরে। এতে এলাকাবাসীর অর্থ ও সময় দুইই নষ্ট হচ্ছে। এলাকাবাসী নদীটির উপর যোগাযোগের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করেছে। কিন্তু সাঁকোটি প্রয়োজনীয় সংস্কার না করায় রোদ-বৃষ্টিতে ভিজে পচে নষ্ট হয়ে নড়বড়ে হয়ে গেছে। তা ছাড়া কাটা নদীর পাড়েই মুনিয়াদীঘি কারিগরি কৃষি কলেজ ও পাকপাড়া সিনিয়র মাদ্রাসা অবস্থিত। শুধু গ্রামবাসীকেই নয়, শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার হতে হচ্ছে

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD