পানাসি’র এক দশকের অগ্রগতি ঃ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্য

Spread the love

আবুল কালাম আজাদ : চলনবিলের গুরুদাসপুর উপজেলায় বিএডিসি পানাসি গত ২০০৮ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত ১০ বছরে ৬টি উন্নয়নমূলক প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর কৃষি জমি অতিরিক্ত সেচ সুবিধার আওতায় নিয়ে এসেছে ।
গুরুদাসপুর উপজেলা বিএডিসি পানাসি অফিসের দেওয়া তথ্য থেকে জানা যায় , বিগত ২০০৮ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত সময়ে ১০ বছরে ৬টি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর কৃষি জমি সেচ সুবিধা পাচ্ছে। এতে অতিরিক্ত প্রায় ১০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন বেড়েছে । বাস্তবায়িত প্রকল্পগুলি হচ্ছে, গভীর নলক’প স্থাপন করা হয়েছে ৪০ টি । প্রতি বছরে এক হাজার হেক্টর অতিরিক্ত ফসলি জমি সেচ সুবিধর আওতায় এসেছে । অতিরিক্ত উৎপাদন বেড়েছে ৯ হাজার মেট্রিক টন । উপকার ভোগী ১৬ শ’ প্রন্তিক কৃষি পরিবার। ৫৪টি গভীর নলকুপের সেচের পানি জমিতে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনায় ইউপিভিসি পাইপ দ্বারা ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ কারা হয়েছে ৫৪ কিলোমিটার । এতে ৫৪টি গভীর নলকুপের কমান্ড এরিয়া বৃদ্ধি, পানির অপচয় রোধ সহ স¦ল্প খরচে উৎপাদন বৃদ্ধির উপকার পাওয়া যাচ্ছে । স্লুইস গেট নির্মাণ করা হয়েছে তিনটি । ফলে চলনবিলের প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল অতর্কিত বা আকস্মিক বন্যার কবল থেকে রক্ষা পাচ্ছে । ৮ হাজার কৃষক পরিবার তাদের কষ্টে ফলানো ফসল নিতে পারছে। দ্রুত পানি নিস্কাশনের জন্য সাত কি. মিটার খাল পূন: খনন করা হয়েছে । এতে জলাবদ্ধতা নিরসন এবং ভূউপরিস্থ পানি দ্বারা সেচ দেওয়া সম্ভব হচ্ছে । ৪শ” পরিবার এই সুবিধা পাচ্ছে । খাল খনন করায় একদিকে দ্রুত আকস্মিক বন্যার পানি নিস্কাষিত হচ্ছে অপর দিকে ভূউপরিস্থ পানি দ্বার সেচ দেয়ায় সেচ খরচ কমে যাচ্ছে , উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ কমে যাচ্ছে । যার প্রেক্ষিতে জলজ সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে । ব´ কালভার্ট নির্মাাণ করা হয়েছে ৫০টি । এতে আরো ২/৩ শ’ হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে এবং উৎপাদনও অনেক বেড়েছে । ২শ’ পরিবার এই সুবিধা পাচ্ছে । গভীর নলকুপের অন্তর্ভূক্ত ২শ’ জন ম্যানেজার/কৃষককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে । কৃষক প্রশিক্ষণের মাধমে সেচযন্ত্রের দক্ষ পরিচালনা, দক্ষ সাংগঠনিক কার্যক্রম, উন্নত চাষ ব্যবস্থা, উন্নত বীজের ব্যাবহার , যথাযথ জৈব ও রাসায়নিক সারের ব্যবহার ও পরিমিত সেচ প্রদান সম্পর্কে তারা জ্ঞান অর্জণ করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD