মামুন হুসাইন : তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইফ্ফাত জাহান গত ৫ই নভেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। গত শুক্রবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে নবাগত ইউএনও হিসেবে অফিস করেছেন। তবে সপ্তাহের প্রথম অফিস করেছেন গত রোববার এবং একই দিন তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের অফিসে মিটিংএ যোগ দেন বলে জানা যায়। ইফ্ফাত জাহান ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে এইচএসসি পাশ করার পর ওই বছরই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ এবং এমবিবিএ পাশ করেন। তিনি ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১২ সালে যশোহর ডিসি অফিসে সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি ২০১৫ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এবং কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৭ সালে পড়াশোনার জন্য ইংলান্ডে যান এবং ১ বছরের মাস্টার্ড কোচ সমাপ্ত করেন। ২০১৮ সালের ২৫ সেপ্টেস্বর তিনি জন প্রশাসন মন্ত্রনালয়ে যোগদাান করেন। জন প্রশাসন মন্ত্রনালয়ে কর্মরত থাকা অবস্থায় তিনি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ৫ই নভেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তাঁর স্বামী মোঃ শামীমুর রহমান সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে একই দিনের যোগদান করেছেন বলে জানাগেছে। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার বিলশোলিয়া গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তিনি ১ পুত্র সন্তানের জননী। উল্লেখ্য, তাড়াশ থানা উপজেলায় উন্নীত হওয়ার পর এই প্রথম নারী ইউএনও হিসেবে তিনি এখানে দায়িত্ব পেলেন। এজন্য সাপ্তাহিক চলনবিল বার্তার পক্ষ থেকে তাকে অভিনন্দন জনানো হয়েছে।