সাঈদ সিদ্দিক : বাংলার মাটিতে খাঁটি আওয়ামীলীগ যারা তারা কোনদিনই দলের সাথে বেঈমানি করতে পারেনা, দলের বিরুদ্ধে কুৎসা রটাতে পারেনা ৷ যারা দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি করার চেষ্টা করবে তাদেরকে ছাড় দেওয়া হবেনা । জননেত্রী শেখ হাসিনা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে শতভাগ সফল হতে চলেছেন ৷
নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বুধবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে ১৫আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, জাতির জনক দূর্নীতির বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন । সেদিন কিছু বিপথগামী রাজনৈতিক ব্যক্তির যোগসাজসে সেনাবাহিনীর কিছু ক্ষমতালোভী অফিসার আমার জাতির পিতাকে নির্মমভাবে ৭৫এর ১৫ই আগষ্ট স্বপরিবারে হত্যা করে। সেই দূর্নীতিবাজদের পেতাত্মারা আবারো জননেত্রীর উন্নয়নকে ধ্বংস করতে তৎপর। তারা জননেত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ৷
তিনি বলেন, আজ দেশের প্রায় ৮ কোটি মানুষ ইন্টারনেট চালায় ৷ বাজার জেনে ফসল বিক্রি করে কৃষক লাভবান হচ্ছে। সবই সম্ভব হয়েছে প্রিয় নেত্রীর একান্ত প্রচেষ্টায় ৷ আমরা লেখাপড়ায় স্বশিক্ষিত হতে চাই ৷ কোন কাজকেই আমরা ছোট ভাববো না ৷ আমরা যেন বিশ্বের একটি মডেল দেশে পরিণত হতে পারি সেই ভাবনা বুকে লালন করে এগিয়ে যাচ্ছে দেশ ৷ তিনি আরও বলেন, দেশের কাজে নেত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। ভোর রাতে তাহাজ্জতের নামাজ দিয়ে শুরু করে সারাদিন দেশের কাজ করে গভীর রাতে যখন বনের পশু পাখিরাও শান্তির নিদ্রায় মগ্ন হয়ে যায় তখনো আমার নেত্রী কম্পিউটারে বসে ইন্টারনেটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। দেশের জন্য নিরলস কাজ করে চলেছেন দেশনেত্রী ৷ যার ফলে শতভাগ বিদ্যুতায়নের দেশে রুপান্তরিত হয়েছে আমার দেশ ৷
আজ কিছু খারাপ মানুষের জন্য আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে ৷ আমি আহমেদপুর হতে গ্রামীন মেলার নামে বানিজ্য করতে বসা মেলাকে উচ্ছেদ করেছি ৷ ১৬০০কিলোমিটার রাস্তা করেছি ৷ ৬৫কিলোমিটারের কাজ চলছে ৷কিন্তু দেশের কাংখিত উন্নয়ন আজ বাধাগ্রস্ত হচ্ছে গুটিকতক খারাপ লোকের জন্য ৷ প্রত্যেকটা ভাল কাজেই তারা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় ৷ আমার এলাকার মানুষের সুখই আমার সুখ ৷ দেশের কাংখিত উন্নয়নের জন্য জননেত্রী এবার দূর্নীতিবাজ কাউকে মনোনয়ন দেবেন না। নেত্রী আমাকে পুরোদমে এলাকায় কাজ করতে বলেছেন ৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়াইগ্রাম-গুরুদাসপুরে আব্দুল কুদ্দুস বাদে কাকে মনোনয়ন দিবেন তা ভাবার সময় এখন নেত্রীর নেই ৷ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে ৷ আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রিয় নেত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।