সলঙ্গা ও তাড়াশে ইসলামী ব্যাংকের শাখা প্রয়োজন

Spread the love

ফারুক আহমেদ :  চলনবিলের সলঙ্গা ও তাড়াশ উপজেলায় ইসলামী ব্যাংকের শাখা খোলা প্রয়োজন। এতে সলংগা থানার ৬টি ইউনিয়নের প্রায় হাজার হাজার মানুষ ইসলামী সেবা থেকে বঞ্চিত। একই সঙ্গে তাদের আর্থিক লেনদেনও ঝুকির মধ্যে রয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদে প্রাচুর্যে ভরা সলঙ্গা থানার ৬টি ইউনিয়নসহ তাড়াশের ৯টি ইউনিয়নে ইসলামী ব্যাংকের কোন শাখা নাই। সলঙ্গা থানার আমশড়া ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক জনাব সাখাওয়াত হোসেন মাষ্টার দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা প্রতিনিধিকে জানান যে, যিনি বৃটিশ নীলকরদের বিরুদ্ধে সোচ্চার থেকে জাতির ক্রান্তিকালে মুক্তির আন্দোলনে পুরো সামনে থেকে জাতির অধিকার আদায়ে সচেষ্ঠ থেকেছেন আজীবন সেই ভাষা সৈনিক বিদ্রোহের মহানায়ক জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের জন্মস্থান সলঙ্গা হওয়াতে এ ছাড়া সলঙ্গাকে উপজেলা ও পৌরসভা বাস্তবায়নের দাবিতে সর্বদলীয় লোকজন যখন সোচ্চার এমনকি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ গোলচত্বর (রোড) হওয়ায় একটি ইসলামী ব্যাংকের শাখার গুরুত্ব অপরিসীম। মুরগীর ডিলার জনাব নুরুল ইসলাম এই প্রতিনিধিকে আরো জানান, সলঙ্গা ও তাড়াশে বিপুল সংখ্যক মুরগীর খামার, গরুর খামার ও পুকুর থাকায় মাছ ও মুরগীর উৎপাদনে শীর্ষে রয়েছে দুটি থানার ১৫টি ইউনিয়ন। এছাড়া সলঙ্গা ও তাড়াশের ভূমি তিন ফসলী হওয়ায় লাখ লাখ টন খাদ্য সরকারী ৫-৭টি প্রসিদ্ধ হাটে কোটি কোটি টাকার খাদ্য শষ্য, মাছ, মুরগী ও গবাদি পশু বিক্রি হয়ে থাকে কিন্তু স্থানীয় কৃষক, মৎস্যজীবী, মুরগীর ডিলার ও খামারীরা জানান, ওই দুটি থানায় কোথাও ইসলামী ব্যাংকের শাখা না থাকায় আমরা অর্থের নিরাপত্তা, ঋণ সুবিধা ও ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমন তালুকদার (সোহন) বলেন, স্বাধীনতার পর থানার ৬টি ইউনিয়নসহ তাড়াশের ৯টি ইউনিয়নে হাতে গোনা কয়েকটি ইউনিয়নে অন্যান্য ব্যাংকের শাখা খোলা থাকলেও সলঙ্গা ও তাড়াশের ১৫টি ইউনিয়নের কোথাও ইসলামী ব্যাংকের শাখা স্থাপিত হয়নি। এতে বছরের পর বছর দুটি থানার হাজার হাজার মানুষ এই ব্যাংকিং সেবা না পেয়ে আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরো বলেন, সুদবিহীন এইরুপ ইসলামী ব্যাংকের শাখা থাকলে জনগণ উপকৃত হতো। সলঙ্গার ধান ব্যবসায়ীসহ আরো অন্যান্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হলে একাধিক ব্যবসায়ী জানান আমরা ব্যবসায়ীকসহ আরো অন্যান্য জ্ঞানী সুশীল সমাজের স্বাক্ষরসহ তৎকালীল রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা ও উল্লাপাড়া থানার সাবেক এমপি মহোদয়ের স্বাক্ষরসহ তাদের মাধ্যমে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের কাছে একটি দরখাস্থ জমা দেওয়া হয় এতে ইসলামী ব্যাংকের শাখা না হওয়াতে দুটি থানার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি অতিবিলম্বে সলঙ্গা ও তাড়াশ থানায় ইসলামী ব্যাংকের শাখা স্থাপন করা হোক।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD