তাড়াশ প্রতিনিধিঃ তাড়াশে বিয়ের দাবীতে অনশন করা মোছাঃ হোসনেয়ারা খাতুন (২৩) নামের এক কলেজ ছাত্রী অবশেষে আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করেছেন।
তিনি গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বস্তুল গ্রামের নিজ বাড়িতে কীটনাশক পান করেন। পরে স্বজনরা মূমূর্ষ অবস্থায় গভীর রাতে তাকে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কলেজ ছাত্রী হোসনেয়ারা বস্তুল গ্রামের হামেদ আলীর মেয়ে। তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আসিফ বলেন, রোগীর চিকিৎসা চলছে ২৪ ঘন্টা না গেলে কিছু বলা যাবেনা। জানা গেছে, তাড়াশ ডিগ্রী কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী হোসনেয়ারার সাথে পাশ্ববর্তী পোওতা গ্রামের হাসেন আলীর ছেলে মাসুদ রানা (২৮)’র প্রায় ৫ বছর পুর্ব থেকে মন দেয়া নেয়া চলছিল এবং কলেজ ছাত্রী হোসনেয়ারা দাবী করেন তাদের প্রেমের গভীরতা অনেক দুর পর্যন্ত এগিয়েছে। এদিকে মাসুদের অভিভাবকরা দারিদ্রতার কারনে দীর্ঘদিনের প্রেমিকা হোসনেয়ারার সাথে মাসুদের বিয়ে দিতে অপারগতা জানায় এবং মাসুদ কে অন্যত্র বিয়ে দেয়ার আয়োজন করে। এ খবর পেয়ে সোমবার সকালে হোসনেয়ারা প্রেমিক মাসুদের সাথে বিয়ের দাবীতে তার বারুহাঁস ইউনিয়নের পোওতা গ্রামের বাড়ীতে গিয়ে অনশন শুরু করেন। পরে তাতেও ফল না হলে এক পর্যায়ে বিষপান করেন।
