ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় গভীর শ্রদ্ধাভরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) দিনব্যাপি উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানান আয়োজনে দিবসটি পালন করেন।দিবসটির শুরুতে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য আর্পন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, আজিদা পারভীন পাখিসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।সন্ধ্যার দিকে দলীয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটার মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর ১০৩ তম দিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুল হাসান বিপ্লবের নেতৃত্বে একটি আনন্দ র্যালি ভাঙ্গুড়া বাজার প্রদক্ষিণ করেন।অপরদিকে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে বেলা ৯টার দিকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোচনান্তে গান, করিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ কারী বিভিন্ন স্কুল ও কলেজের বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।