আবদুর রাজ্জাক রাজু
নূসরাতদের নির্মম চলে যাওয়া দেখে মনে হয়
এই দেশ বুঝি মানবের বসবাসের দেশ নয়।
এখানে শিক্ষা-সভ্যতা-মানবিকতা বড়ই দুর্বল
এখানে দাপট করে বেড়ায় দুর্নীতিবাজ, প্রতারক,চরিত্রহীন, খল।
নারী-শিশু নির্যাতনের যেন চলছে মহোৎসব
দু’দিনের সংগ্রাম-আন্দোলন শেষে সবাই নিরব।
কেবলই মনে পড়ে গানের সেই কলি-
“ মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই”
তাই ভাবি এই দেশ ছেড়ে এখন কোন্ দেশে যাই
কিংবা এই লম্পট অমানুষদের সমাজ থেকে কীভাবে হটাই?