ভাঙ্গুড়া প্রতিনিধি : অসহায় প্রতিবন্ধী মানুষগুলোর চলাচলের অসুবিধার কথা চিন্তা করে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চলনবিলস্থ ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। সেই লক্ষ্যে গত বুধবার দুপুরে পৌরসভার আয়োজনে এলাকার অসহায়, দুঃস্থ দুইজন প্রতিবন্ধীকে তিনি দুইটি হুইল চেয়ার প্রদান করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহুরুল ইসলাম, পৌর সচিব উত্তম কুমার, উপ-সহকারি প্রকৌশলী খোরশেদ আলম, হিসাব রক্ষক নাজমুল হুদা কালু, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খান প্রমুখ। প্রসঙ্গত, এর আগে গত সোমবারও পৌরসভার পক্ষ থেকে দুইজন প্রতিবন্ধীকে তিনি দুইটি হুইল চেয়ার প্রদান করেন ।