নাটোর-৪ আসনে মোট ভোটার ৪,২০,৪৭০ জন

Spread the love

আবুল কালাম আজাদ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা যেকোন সময়। ইতিমধ্যে নির্বাচন কমিশন রাস্ট্রপতির সাথে সাক্ষাত করে তপশীল ঘোষণার সকল প্রস্ততি সম্পন্ন করেছে । সেই লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় জাতীয় সংসদ-৬১ গুরুদাসপুর এবং বড়াইগ্রাম দুই উপজেলার সমন্বয়ে গঠিত নাটোর -৪ আসনের মোট ভোটার সংখ্যা ৪,২০,৪৭০ জন। পুরুষ ভোটার- ২,০৯,৬২৬, মহিলা ভোটার-২,১০,৮৪৪ জন।এর মধ্যে গুরুদাসপুর উপজেলায় পুরুষ ভোটার-৮৯,৬১জন, মহিলা -৮৯,৬৪৪ জনসহ মোট-১,৭৯,২৬৩ জন এবং বড়াইগ্রাম উপজেলায় পুরুষ ভোটার-১,২০,০০৭ জন, মহিলা- ১,২১,২০০ জনসহ মোট-২,৪১,২০৭ জন।

বিগত ২০১৮ সালে অনুষ্ঠত একাদশ নির্বাচনে দুই উপজেলার মোট ভোটার ছিল ৩,৭১,৭৮৮ জন।এর মধ্যে পুরুষ-১,৮৫,০৪৭ জন ,মহিলা-১,৮৬,৭৪১ জন। একাদশ নির্বাচনের ভোটারের চেয়ে নতুন ভোটার বেড়েছে প্রায় অর্ধ লক্ষ অর্থাৎ ৪৮,৬৮২ ( পুরুষ-২৪,৫৭৯ + মহিলা-২৪,১০৩ )জন, যার সবাই তরুন প্রজন্ম। নতুন এসব তরুন ভোটাররা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট প্রয়োগের আশা করছেন।

জেলা ও উপজেলা নির্বাচন অফিসের তথ্যে জানা যায়, এ্ররশাদ সরকার-এর পতনের পর ১৯৯১ সালে অনুষ্ঠিত ৫ম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর -৪ ( গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মোট ভোটার ছিল, পুরুষ ১,০৭,৩২ জন। মহিলা -১,০৩,১৪৩ জনসহ মোট ২,,১০,৪৬৯ জন। ১৯৯৬ সালের নির্বাচনে মোট ভোটার ছিল-২,১১,৮১৯ জন। ২০০১ সালের নির্বাচনে মোট ভোটার ছিল-২,৬৮,৪২৮ জন এবং সর্বশেষ , ২০১৮ সালের একাদশ নির্বাচনে মোট ভোটার ছিল-৩,৭১,৭৮৮ জন।

নাটোর -৪ সংসদীয় আসনে গুরুদাসপুর-বড়াইগ্রাম দুই উপজেলায় ৩ (গুরুদাসপুর ১+ বড়াইগ্রাম ২) পৌর সভা এবং আয়তন ৫১০ দশমিক ৬৫ ( গুরুদাসপুর-২১১ দশমিক শুন্য ৪+ বড়াইগ্রাম-২৯৯ দশমিক ৬১) বর্গ কিলোমিটার। মোট ভোট কেন্দ্র সংখ্যা গুরুদাসপুর ৬৮ টি এবং বড়াইগ্রামে ৯৯ টি সহ মোট ১৬৭ টি কেন্দ্রে ভোট কক্ষ সংখ্যা স্থায়ী -৭৫৩ + অস্থায়ী- ১৮ টিসহ মোট কক্ষ – ৭৭১ টি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD