তাড়াশ  উপজেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগর অভিযোগ

Spread the love
তাড়াশ  উপজেলায় হ্যাচারী মালিক ও বিশিষ্ট ব‍্যবসায়ীকে মারধর ও এক লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুর্ব শক্রতার জের ধরে মানবাধিকার কর্মী ও হ‍্যাচারীর মালিকে বেধর মারধর করে নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মানবাধিকার কর্মী ও হ‍্যাচারীর মালিক আব্দুল আলিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মান্নাননগর এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার হ‍্যাচারীর মালিক নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামের মৃত  মোকছেদ আলীর ছেলে মোহাম্মদ মোহাম্মদ আব্দুল আলিম।অভিযোগ সুত্রে জানা যায়, মানবাধিকার কর্মী ও হ্যাচারী মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম প্রায় ১০ বছর যাবত মান্নানগর বাজারে হাঁসের হ্যাচারীর ব্যবসা করে আসছেন সন্ধার দিকে ব্যবসায়ী আলিম ও তার দোকানের কর্মচারী মাসুদ রানা দোকানের হাঁসের বাচ্চা রাখার ক্যারেট বাজারের ফরিদের কাছে আনতে গেলে হ‍্যাচারীর মালিক ও বিশিষ্ট ব্যবসায়ীক পুর্ব বিরোধের জের ধরে হামকুড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২),দেলবার হোসেনের ছেলে আবুল কালাম (৫২) ও আ: আলীম (৪৫) এবং আনোয়ার হোসেনের ছেলে শিহাব উদ্দিন (২৮) লাঠিসোঠা ও দেশী অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় কাছে থাকা ব্যবসার ১লক্ষ ৮০হাজার টাকা ছিনিয়ে নেয় ও ব‍্যধর মারপিট করে।এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, মারামারির ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD