তুমি তখন বহন করো আমায় ‘
– — সাইফুল ইসলাম
সুসময়ে, আনন্দে, ঐশ্বর্যে
তুমি থাকো পাশে, নীরবে-নিভৃতে;
স্বর্গ হ’তে মর্তে, জীবনের রহস্যময় আবর্তে,
সুমধুর দ্রুপদি পথচলায়,
জীবন সমুদ্র সৈকতের বালুকাবেলায়
দেখি দুই জোড়া পদচিহ্ন !
একজোড়া তোমার আর একজোড়া আমার!
দুঃসময়ে, জীবনের কষ্ট, ব্যথা-বেদনায়,
তিমির রাত্রির ঘোর অমানিশায়,
অন্ধকারে দূর্গম পথচলায় –
দেখি তুমি নাই পাশে,
দেখি একজোড়া পদচিহ্ন।
আমি জানি,
ওই একজোড়া পদচিহ্ন তোমার,
তুমিই তখন বহন করো আমায় !!
সাইফুল ইসলাম
০২ নভেম্বর, ২০২১